চীফ রিপোর্টার- দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে গতকাল ৮-৫-২০২৩ তারিখে ০৫টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৩ টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে পদত্যাগকারী নিরাপত্তা প্রহরীদের নামে বেতন উত্তোলনপূর্বক আত্নসাৎ, অফিসের গাড়ী ব্যবহার না করেও তেলের অর্থ উত্তোলনসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুদক, প্রধান কার্যালয় হতে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এনফোর্স টিম অভিযোগ সংশ্লিষ্ট ০৩ (তিন) ব্যক্তিকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে মহাব্যবস্থাপক (কোম্পানী সচিব) জনান যে তিনি উপমহাব্যবস্থাপক (নিরাপত্তা) থাকা কালীন তাদের আওতাধীন সর্বমোট ১২ (বার) টি জেলায় বিভিন্ন DRS (District Regulatory station) এর নিরাপত্তায় গাফিলতির দায়ের ৩৭ জন নিরাপত্তা প্রহরী কে চাকুরীচ্যুত করা হয়। পরের মাসেই তাদের বাদ দিয়ে আউট সোর্সিং কোম্পানী তাদের অন্যান্য কর্মচারীদের বেতন বিল দাখিল করে। মহাব্যবস্থাপক (প্রশাসন) কে জিজ্ঞাসাবাদে তিনি জানান যে তার উপমহাব্যবস্থাপক (পরিবহন বিভাগ) থাকা কালীন যথাযথ নিয়ম ও নীতিমালা মেনে টেন্ডার কমিটি গঠন করে সর্বমোট ৭০ টি গাড়ী ভাড়া করা হয়। সকল টেন্ডার ডকুমেন্ট এর সঠিকতা যাচাই করে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান কার্যাদেশ পান উপমহাব্যবস্থাপক( মানব সম্পদ) সরকারী বাসায় শূন্য বিদ্যুৎ বিল আসার জবাবে তিনি জানান করোনা কলীন তিনি গুনশানস্থ সরকারী বাসাটি অনুমোদন পান। কিন্তু তিনি প্রায় ৭ মাস পরে উক্ত বাসায় উঠেন। বিদ্যুৎ এর মিটার অগ্নিকান্ডের মাধ্যমে নষ্ট হওয়ায় তিনি কয়েক মাস বিদ্যুৎ অফিসের নির্দেশে সর্বনিম্ন বিল ২০৯ টাকা করে প্রদান করেন। অভিযানিকালে টিম কর্তৃক গাড়ী ভাড়ার টেন্ডার ডকুমেন্ট , নিরাপত্তা প্রহরীদের চাকুরীচ্যুতি সংক্রান্ত ডকুমেন্টস সরবরাহ করতে অনুরোধ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুন্দরগঞ্জ, গাইবান্ধার বিরুদ্ধে করোনাকালীন সময়ে ভ্যাকসিন প্রদানের জন্য নার্সদের প্রণোদনার অর্থ স্বাক্ষর জাল করে আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, রংপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। দুদক টিম কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুন্দরগঞ্জ পরিদর্শনকালে নার্স ও করোনাকালীন স্বেচ্ছাসেবকদের বক্তব্য গ্রহণ করা হয়। প্রধান সহকারী, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এর লিখিত বক্তব্য গ্রহণ করা হয়। ২০২১-২২ ও ২০২২ -২৩ অর্থবছরের ভ্যাকসিনেশন বরাদ্দপত্র, জীবন রক্ষাকারী ঔষধ ও বাগানের বরাদ্দপত্র, রেজিস্টারসহ সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ড পত্র যাচাই-বাছাই করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিম এর নিকট প্রতীয়মান হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল