১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব – ১০
১০, মে, ২০২৩, ৪:২৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – রাজধানীর মতিঝিল এলাকা হতে মাদক মামলায় পলাতক ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী সবুজ সিকদার ও শ্যামপুর এলাকা হতে ০৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মহসিন ইসলাম’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 

গতকাল ০৯ মে ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজাধানী ঢাকার মতিঝিল থানাধীন শাপলা চত্তর এলাকায় একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক মাদক মামলায় ১০ (দশ) বছরের সশ্রম কারাদন্ড ও ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সবুজ সিকদার (৩৪), পিতা- মোঃ দেলোয়ার সিকদার, সাং- লামনা, ৪নং ওয়ার্ড, থানা- গলাটিপা, থানা- পটুয়াখালী’কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ উক্ত আভিযানিক দল রাজাধানী ঢাকার শ্যামপুর মডেল থানাধীন পোস্তগোলা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মহসিন ইসলাম’কে গ্রেফতার করে।