তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীত ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ নিয়মিত মামলার আসামী এবং আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে অভিযান চলছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ২৮ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে পুলিশ পরিদর্শক মোঃ ওয়াজেদ আলীর নেতৃত্বে একটি টীম রহমতপুর থেকে ধর্ষণ মামলার আসামী মোঃ শামীম মিয়াকে গ্রেফতার করা হয়। এসআই মাসুদ জামালীর নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ আসাদুল, মোঃ মামুন মিয়া, মোঃ রাসেল মিয়া
এসআই আজগর আলীর নেতৃত্বে একটি টীম অভিযান ঢাকা বাইপাস মোড় থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ মারুফকে দেশীয় অস্ত্র সহ, এএসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি টীম আকুয়া চৌরাঙ্গীর মোড় থেকে অন্যান্য মামলার আসামী ইলিয়াস, রিফাতকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই নূর মোহাম্মদ, জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম, এএসআই হযরত আলী, সোহরাব হোসেন, মাসুম রানা, ফারহাদ, শামীমুল হাসান পৃথক অভিযানে পরোয়ানা ভুক্ত আরো ৮ জনকে গ্রেফতার করে। তারা হলো, আঃ রহিম, সুমন মিয়া, মোঃ জামাল শেখ, এছাক মিয়া, মোঃ গাজী মিয়া, মোঃ জুলহাস মিয়া ও মোঃ রাসেল মিয়া। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।