চীফ রিপোর্টার: - : রাজধানীর বিমান বন্দর এলাকা থেকে টাপেন্টাডলসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর থানা পুলিশের একটি দল।
গ্রেফতারকৃত হলো- মোঃ মহিউদ্দিন মহিম। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৩০০০ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়।
ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক মিঞা পিপিএম ডিএমপি নিউজকে জানান, মঙ্গলবার রাত পৌনে নয় টায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর গোলচত্বর থেকে টাপেন্টাডলসহ মহিমকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, এ বিষয়ে তার বিরুদ্ধে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল