তথ্য প্রতিদিন - কাতার ইকোনোমিক ফোরামে যোগ দেওয়ার জন্য দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ থেকে ২৫ মে ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মঙ্গলবার (১৬ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।
তিনি বলেন, কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী ওই সফরে যাচ্ছেন। ব্লুমবার্গের সঙ্গে যৌথভাবে কাতার ওই অনুষ্ঠানের আয়োজন করছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বলেন, এবারের সফরে কাতারের আমিরের সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে। এর আগে গত মার্চে এলডিসি ৫ সম্মেলনে যোগ দিতে কাতার গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
সুত্র, mp news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল