২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ ফিচার, ময়মনসিংহ অনসাম্বল থিয়েটারের যুগপুর্তিতে ৩দিন ব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত।
১৮, নভেম্বর, ২০১৯, ৪:৫০ অপরাহ্ণ -

সুমন ঘোষঃ

গত ১৪.১১.২০১৯ থেকে ১৬.১১.২০১৯ “বৃত্ত ভাঙ্গার চিত্ত গড়ি নিত্য “এই শিরোনামে অনসাম্বল থিয়েটার ময়মনসিংহ এর অায়োজনে ৩ দিনব্যাপি যুগপূর্তি নাট্যোউৎসব অনুষ্ঠিত হয়।অনসাম্বল থিয়েটার মুক্তমঞ্চ কাচারি ঘাট,ময়মনসিংহের অায়োজনে তিন দিনব্যাপি এই অায়োজনে ময়মনসিংহ ও ঢাকায মোট ৭ টি নাটক পরিবেশিত হয়।ময়মনসিংহ এর বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের প্রানবন্ত উপস্থিতি এই আয়োজনকে প্রাঞ্জল করে তোলে।
৩দিন ব্যাপি বর্ণাঢ্য অায়োজনে উদ্বোধনীপরিবেশনাছিলোঃ
(১৪.১১.২০১৯)
০১. নাটক: কি চাহ শঙ্খচিল
রচনা :মমতাজ উদ্দিন অাহমেদ
নির্দেশনা : হাসিবুর রহমান তুষার
দল : মুক্তবাক থিয়েটার ময়মনসিংহ।

০২. নাটক : বিরাঙ্গনার বয়ান
নির্দেশনা: রওশন জান্নাত রুশনি
সহ: নির্দেশনা : অাবুল মনসুর
দল: অনসাম্বল থিয়েটার ময়মনসিংহ

প্রদীপ প্রজ্জ্বলিত করে ফানুস ও আতসবাজি ফুটিয়ে জমকালো উৎসব উদ্ভোধন করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আরজু পারভেজ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১.অধ্যাপক দিলরুবা সারমীন, সাধারণ সম্পাদক, বাংলার মুখ।
২.এ এইচ এম খায়রুল বাসার, সদস্য, ময়মনসিংহ জেলা পরিষদ।
৩.আবুল হোসেন
নির্বাহী পরিচালক, রুপসী বাংলা।

দ্বিতীয় দিনের পরিবেশনা ছিলোঃ (১৫.১১.২০১৯)
০১. নাটক: নদ্দিউ নতিম
গল্প : হুমায়ুন অাহমেদ
নাট্যরুপ ও নির্দেশনা : অাসাদুল ইসলাম
দল: ম্যাড থিয়েটার, ঢাকা
০২.নাটক : মদন ডাক্তার রিমান্ডে
নির্দেশনা : পিসি লিটন
দল : থিয়েটার সংলাপ, ময়মনসিংহ।

অতিথি হিসেবে ছিলেন ঃ
১.এড. মোয়াজ্জেম হোসেন বাবুল,
সাধারণ সম্পাদক,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও সভাপতি,বঙ্গবন্ধু পরিষদ,ময়মনসিংহ।
২.ড. সিরাজুল ইসলাম
নির্বাহী পরিচালক
জিকেপি,ময়মনসিংহ

সমাপনী দিবসের পরিবেশনা ছিলোঃ (১৬.১১.২০১৯)
০১. মুকাভিনয় : নকশা মুকাভিনয় রি-এ্যাকশান
মূল : মাইম হাসান
নির্দেশনা :শহীদুল হাসান শামীম
দল : মুক্তমঞ্চ নির্বাক দল গাজীপুর
০২. নাটক: মধ্যানুষ
রচনা : রোমেল রহমান
নির্দেশনা : শাজাহান শোভন
দল : নাট্যভূমি, টঙ্গি, গাজীপুর
০৩.নাটক :জননীজন্মভূমি
রচনা : অাসমা অাক্তার লিজা
নির্দেশনা : অানিসুজ্জামান হাসান
দল : রঙ্গভূমি থিয়েটার, ময়মনসিংহ।
অতিথি হিসেবে ছিলেন
১.মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা খ্যাড বীর মুক্তিযোদ্ধা বিমল পাল
২. কাজী আজাদ জাহান শামীম
যুগ্ম-সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা অাওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক,বঙ্গবন্ধু পরিষদ,ময়মনসিংহ মহানগর।

মোসলেম ফাউন্ডেশন ও সোসাল ইউনিটি ফর নার্সিং (সান) এর সহযোগিতায় অনসাম্বল থিয়েটার তিন দিনব্যাপি এই যু্গ পুর্তি উৎসব অায়োজন করে।
অনসাম্বল থিয়েটারের সভাপতি সংস্কৃতিজন অাবুল মনসুর বলেন, কৃতজ্ঞতা ও ভালবাসায় স্মরন করছি অংশগ্রহনকারী সকল নাট্যদল এর প্রতি।সকল অতিথি যারা উপস্থিত থেকে আমাদের আয়োজনকে প্রানবন্ত করেছেন এবং অবশ্যই সংস্কৃতিপ্রেমী দর্শকদেরকে যাদের অংশগ্রহণ অামাদেরকে কৃতার্থ করেছে।ময়মনসিংহের সংস্কৃতিসেবী ও সুধীজনরাও অনসাম্বল থিয়েটারের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালার ভূয়সী প্রশংসা করেন।