তথ্য প্রতিদিন. কম
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৭ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই আলাউদ্দিনের নেতৃত্বে একটি টীম চরঝাউগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাদক মামলার আসামী আন্তঃজেলা মাদক ব্যবসায়ী কক্সবাজারের উখিয়ার শামসুল আলমকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৪ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টীম পরানগঞ্জ এলাকা থেকে অপহরন মামলার আসামী মোঃ মারুফ, এসআই আবুল কাশেমের নেতৃত্বে একটি টীম কাচারিঘাট এলাকা থেকে মাদক মামলার আসামী মোঃ খোকা মিয়াকে হেরোইন সহ, এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ মোড় এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ শরিফ ২টি চোরাই অটোবাইকসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম চর কালিবাড়ী এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ শাহিন মিয়া, লাল চান, এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি টীম জয়নুল আবেদীন পার্ক এলাকা থেকে অন্যান্য মামলার আসামী সৌরভ, রাসেল, রিয়াদকে গ্রেফতার করে।
এছাড়া এসআই নিরুপম নাগ, আশরাফুল আলম, আজগর আলী, রুবেল মিয়া এবং এএসআই ছামিউল হক, সুজন চন্দ্র সাহা পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত আট পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, গৌরাঙ্গ বর্মন গৌরা, মোঃ সাদ্রিল আমিন রুনু, মোঃ সাদ্রিল আমিন রুনু, মোছাঃ মাবিয়া খাতুন, মোছাঃ মাবিয়া খাতুন, বাবু, মোঃ ওয়াজেদুল ইসলাম ও রাদিউল্লাহ রিয়ান। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল