মারুফ হোসেন কমলঃ
ময়মনসিংহ নগরীর নতুন বাজারে ১৮ই নভেম্বর সোমবার বাজার পরিদর্শনে যান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব-উল-আহসান । তিনি সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদেরকে সাথে নিয়ে সরাসরি বাজারের দোকানগুলোতে পেঁয়াজের দামসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মুল্য, দোকানের ট্রেড লাইসেন্স ও মেয়াদোত্তীর্ণ জিনিসপত্রের মনিটরিং করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই ভ্রাম্যমান আদালতের আয়োজন করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর দীপক মজুমদার,ইকবাল অাহমেদ,পেশকার আবুল হাসিমসহ অাইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ।
এসময় তিনি সেখানে কয়েকটি দোকানে পেঁয়াজ কেনাবেচার চালান,দোকানের লাইসেন্স, জিনিস পত্রের মেয়াদ,বাজার মুল্যের চার্ট দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
ম্যাজিস্ট্রেটের তদারকির বিষয়টি বাজারে ছড়িয়ে পড়লে দ্রুত খুচরা বিক্রেতারা পেঁয়াজের দাম পূর্বের দামের চাইতে কম মূল্যে বিক্রি শুরু করেন। দ্রুতই মূল্য তালিকা লিখে টাঙিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
দোকানদারেরা জানান, পেঁয়াজ পূর্বের চাইতে হ্ন্রাসকৃত মূল্যে খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। এরপর ম্যাজিষ্ট্রেট বাজারে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। এছাড়াও রাস্তার উপর নির্মান সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান। ক্রেতা-ভোক্তারা এই ধরনের অভিযান প্রতিনিয়ত পরিচালনার দবী করে সিটি করপোরেশনের ম্যাজিষ্ট্রেটসহ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
ছবি -রেড মিল্লাত