তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
এরই অংশ হিসেবে গত মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মাঝে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম কাচারীঘাট থেকে মাদক মামলার আসামী মোঃ খলিলকে গাজা ও গাজা বিক্রির টাকাসহ, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম পাটগুদাম হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী ইমন, এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম সুহিলা এলাকা থেকে চাঁদা দাবী মামলার আসামী মাসুদ রানা,
এএসআই হযরত আলীর নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী নয়ন মিয়া, রকি, মোঃ জসিম, উজ্জলকে গ্রেফতার করে।
এছাড়া এসআইনরুবেল মিয়া এবং এসআইমকামরুল হাসান পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত আরো দুই পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ নুরুজ্জামান মাসুম ও মোঃ ইব্রাহিম। গ্রেফতারকৃত আসামীদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল