শেরপুর প্রতিনিধি:
সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় শান্তিপূর্ণভাবে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীা-২০১৯ শুরু হয়েছে। কোন অনাকাঙ্খীত ঘটনা ছাড়াই প্রথম ও দ্বিতীয় দিনের পরীক্ষা শেষ হয়েছে। তবে পরীক্ষায় প্রাথমিক শিক্ষা সমাপনীতে ১২১ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, এবছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩ হাজার ৯৭০ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৫৬৬ জন পরীক্ষার্থী ছিলো। এরমধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে এক হাজার ৯২০ জন ছেলে ও ২ হাজার ৫০ জন মেয়ে এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩২৩ জন ছেলে ও ২৪৩ জন মেয়ে পরীক্ষার্থী ছিলো। তবে অজ্ঞাত কারনে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৭০ জন ছেলে ও ৫১ জন মেয়ে এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩৫ জন ছেলে ও ৩৬ জন মেয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করেনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তৌফিকুল ইসলাম জানান, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর চলতি পরীক্ষায় ১১৯ টি সরাকরি প্রাথমিক বিদ্যালয়সহ ১৭১ টি প্রাথমিক বিদ্যালয় ও ২০টি দাখিল মাদরাসাসহ ৫৬ টি মাদরাসা থেকে মোট ৪ হাজার ৫৩৬ জন পরীক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ গ্রহনের কথা ছিলো। এর মধ্যে ছেলে ২ হাজার ২৪৩ জন ও মেয়ে ২ হাজার ২৯৩ জন। কিন্তু ১২১ জন ছেলে ও ৭১ জন মেয়ে পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেনি। তিনি আরও জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা লক্ষ্যে বরাবরের ন্যায় একটি পৌরসভা ও ৯ টি ইউনিয়নে একটি করে মোট ১০টি কেন্দ্রের মাধ্যমে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানদের একজন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে; তাঁরা নিষ্টার সহিত নিজ নিজ কেন্দ্রের দায়িত্ব পালন করেছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও রয়েছেন কেন্দ্রের হলসুপার এবং নিরাপত্তা জোরদার করাসহ রয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়মিত নজরদারী।