স্টাফ রিপোর্টার:
পরানগঞ্জে স্বামী পরিত্যাগকৃত আছমা খাতুনকে নিজ বসতবাড়ী থেকে উচ্ছেদের জন্য সন্ত্রাসী হামলায় গুঁড়িয়ে দেওয়া হলো টিনের ঘরটি ।
ময়মনসিংহ সদর উপজেলা পরানগঞ্জ ইউনিয়নে আব্দুল্লাহ পুর গ্রামের স্বামী পরিত্যাগকৃত আছমা খাতুনের বাড়ি থেকে উচ্ছেদের জন্য শুক্রবার ২৬ মে রাত্র ২ টার দিকে সন্ত্রাসী হামলা চালিয়ে নিঃসন্তানি আছমা নামের এক মহিলার বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় হামলাকারীদের এলোপাতাড়ি পিটুনিতে আছমা খাতুন (৩৫) ও তার মা সহ আহত হয়েছেন।
এই ঘটনায় আসমা খাতুন গুরুত্ব আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মৃত ফয়েজ উদ্দিনের মেয়ে আছমা খাতুন বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি মামলা করেছে অজ্ঞাতনামায় ১০/১২ জনকে অভিযুক্ত করে ।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায় আছমা খাতুনের বাড়ির টিনের একটি বসতঘর রয়েছিলো সেখানে এখন ভিটা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ঘরের কিছু জিনিসপত্র পড়ে থাকতে দেখা যায় ।
সূত্রে জানা যায় আব্দুল্লাহ পুর গ্রামের মৃতঃ জালাল উদ্দিনর ছেলে মোঃ তাইজুদ্দিন ও জলিল মুন্সী গং সন্ত্রাসী হামলা করে রাতের আধারে ।
সূত্রে আরো জানা যায় ইতিপূর্বে সন্ত্রাসীদের নামে ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করা রয়েছে যাহা চলমান।