১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, সারা বাংলা ময়মনসিংহে ভাষা সৈনিক মরহুম শামছুল হকের স্মরণসভা অনুষ্ঠিত ।
২৯, মে, ২০২৩, ১০:৪৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন : ময়মনসিংহে মুক্তিযুদ্ধের সংগঠক, বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত (মরণোত্তর) মরহুম শামছুল হকের ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে নগরীর টাউনহলের এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত স্মরণসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মো: এহতেশামুল আলমের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আওয়াল সেলিম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এড. এমদাদুল হক মিল্লাত, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম চুন্নু, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি সুজিত রায় বর্মন, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা জাসদের সাধারণ সম্পাদক এড. সাদিক হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইনসহ প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল। আলোচনা শেষে মরহুম এম শামসুল হকের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।