শামীম খান গৌরীপুর ময়মনসিংহ।।
ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম কার্যালয়ে এলইডি টিভি প্রদান করা হয়েছে।
আমেরিকা প্রবাসী লেনিন রহমান তাঁর বন্ধু প্রয়াত জিয়া উদ্দিন আহমেদ শান্তুর স্মরনে টিভি প্রদান করেন।
বৃহস্পতিবার রাতে প্রয়াত শান্তুর দুই ছোট ভাই লেনিন রহমানের প্রতিনিধি হিসাবে গৌরীপুর পৌর শহরের বেগ সুপার মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে টিভি প্রদান করা হয়।
পরে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন প্রয়াত শান্তুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চু, বাহাউদ্দীন আহমেদ সাজু ,, কবি মোঃ নুরুল আবেদিন,সিনিয়র সাংবাদিক মোঃ হুমায়ুন কবির, মোঃ আনোয়ার হোসেন শাহিন, আলী হায়দার রবীন, আরিফ আহামেদ, কাজী আব্দুল্লাহ আলামিন,রায়হান উদ্দিন সরকার, এইচ টি তোফাজ্জল, লুৎফর রহমান খোকন প্রমূখ।
আলোচনা সভা শেষে লেনিন রহমান ও জিয়া উদ্দিন আহমেদ শান্তুর স্মরণে দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোআ পরিচালনা করেন হাফেজ জহিরুল ইসলাম।
প্রসঙ্গত, লেনিন রহমান এবং জিয়া উদ্দিন আহমেদ শান্তু গৌরীপুর সরকারি কলেজের প্রাক্তন ছাত্র।