মারুফ হোসেন কমল :
আগামী ১৮ জুন রবিবার জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ৬৭ হাজার ১০৩ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মসিকের প্যানেল মেয়র-১ মোঃ আসিফ হোসেন ডন। এসময় তিনি বলেন, এ ক্যাম্পেইনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করতে হবে। এজন্য প্রচারণায় আরও বেশি জোর দিতে হবে। ক্যাম্পেইনে শতভাগ শিশুর ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোকে নিশ্চিত করতে হবে। তবে আমাদের উদ্দেশ্য সফল হবে। সভাপতির বক্তব্যে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী বলেন, শিশুদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন-এ খাওয়ানোর সাথে ভিটামিন-এ সমৃদ্ধ খাবার খাওয়ার বিষয়েও সবাইকে সচেতন করতে হবে। তবেই একটি শিশু সুস্থ জীবন পাবে। এসময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন মোঃ নজরুল ইসলাম, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, টিকাদান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, মেডিকেল অফিসার আসমাউল ইসলাম রুম্পা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম লিমা, স্বাস্থ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, সেনেটারী ইন্সপেক্টর সাইফুল ইসলাম, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ অন্যান্যরা। এ ক্যাম্পেইনের মাধ্যমে আগামী ১৮ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৫ টি স্থায়ী ও ৩০১ টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৪৩০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৬৭৩ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন বাস্তবায়নে মসিকের ৬৬ জন সুপারভাইজার, ৬০২ জন স্বেচ্ছাসেবকসহ এনজিও কর্মী ও সংশ্লিষ্টরা কাজ করবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল