তথ্য প্রতিদিন - ময়নসিংহ জেলার সকল অফিসার ইনচার্জ (ওসি)দের সাথে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করলেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম। জানা যায়,কর্মক্ষেত্রে জবাবদিহিতা, স্বচ্ছতা, কর্মদক্ষতা বৃদ্ধি, সু-শাসন নিশ্চিত করে জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে জেলা পুলিশের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর (২০২৩-২০২৪) সম্পন্ন হয়েছে।
বুধবার(১৪জুন)ময়মনসিংহ জেলার সকল অফিসার ইনচার্জদের সাথে আগামী ১ বছরের কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন য়মনসিংহের সুযোগ্য জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা পিপিএম। এসময় ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহ কামাল আকন্দ ও ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুজ্জামান খানসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি)এর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (APA) করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল