১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান
২০, জুন, ২০২৩, ১১:৫৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

– দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৪টি অভিযোগের বিষয়ে (০১টি অভিযান ও ০৩টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আঞ্চলিক পাসপোর্ট অফিস, নারায়ণগঞ্জ এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহকের পাসপোর্ট সেবা প্রদানে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে ২০ জুন মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ থেকে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সেবা গ্রহীতাদের সাথে সেবা পাওয়ার ক্ষেত্রে ঘুষ দাবি ও হয়রানির বিষয়ে কথা বলে। এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়।অভিযান পরিচালনাকালে নতুন পাসপোর্ট প্রদান এবং পাসপোর্ট নবায়নে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি গ্রহণে দালালদের সম্পৃক্ততা পাওয়া যায়। এনফোর্সমেন্ট টিম কর্তৃক আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে দালালদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।