চীফ রিপোর্টারঃ
গত ১৭/১১/২০১৯ খ্রিঃ রাত্র আনুমানিক ১১.৪৫ ঘটিকার সময় কানিজ ফাতেমা, বিশেষ পুলিশ সুপার, ঢাকা মেট্রো-পূর্ব এর নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ ইকবাল হোসেনে, ডেমরা ইউনিট, ঢাকা মেট্রো-পূর্ব, বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকার নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক, মোঃ মাইন উদ্দিন খান, সংগীয় অফিসার ও ফোর্সসহ পল্টন (ডিএমপি) থানার মামলা নং- ০২, তারিখ- ০১/০৯/২০১৯ খ্রিঃ ধারা-১৭০/৪০৬/৪২০/৫০৬/১০৯ পেনাল কোড সংক্রান্তে বাংলাদেশ পুলিশের ভাবমূতি ক্ষুন্নকারী কথিত ভূয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিঃ সহকারী সচিব পরিচয় ধারী সাব-ইন্সেপেক্টর পদে অর্থের বিনিময়ে চাকুরী দেওয়া প্রতারক চক্রের সক্রিয় সদস্য- মোঃ আবুল কালাম আজাদ (৩৫) পিতা- মোঃ সোহেল উদ্দিন, সাং- ধুলিহর, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরা, বর্তমান সাং- উত্তর বিশিল স্বর্ণালি টাওয়ার, ৫ম তলার ভাড়াটিয়া, থানা- শাহআলী, ঢাকাকে মিরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। উক্ত আসামী জনসাধারনের নিকট নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিঃ সহকারী সচিব পরিচয় প্রদান করে সু-শৃংখল বাংলাদেশ পুলিশ বাহিনীর সাব-ইন্সেপেক্টর পদে চাকুরী দেওয়াসহ বাংলাদেশের বিভিন্ন সরকারী দপ্তরে চাকুরী দেওয়ার কথা বলে অত্র মামলার বাদীর নিকট থেকে ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা আত্মসাৎসহ বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল পরিমান টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে বাংলাদেশ পুলিশসহ সরকারী বিভিন্ন দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আসছে। মামলাটি তদন্তপূর্বক প্রতারক চক্রের সকল সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
তথ্য, সিআইডি ফেসবুক পেইজ