১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, সারা বাংলা দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান || ৫ দপ্তরে পত্র প্রেরণ
২২, জুন, ২০২৩, ৭:১০ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে গতকাল ০৭টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৫টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাধীন চক্রতলা-চশই সড়কের সংস্কার কাজে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে দুদক,কুমিল্লা থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শনকালে দেখা যায় ঠিকাদার রাস্তাটি সংস্কার না করে দীর্ঘদিন ফেলে রাখে। পরবর্তীতে রাস্তাটিতে ইটের সূড়কি ও বালু ফেলা হলেও তা অত্যন্ত নিম্নমানের মর্মে টিমের কাছে প্রতীয়মান হয়।ইতোমধ্যে ঠিকাদার বাতিল করে নতুন করে টেন্ডার দেওয়ার জন্য সহকারী প্রকৌশলী, দাউদকান্দি এর পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলী,এলজিইডি,কুমিল্লা বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতাল এর কর্তৃপক্ষের বিরুদ্ধে হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান না করে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, পিরোজপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম হাসপাতাল অব্যবস্থাপনার বিষয়ে আগত রোগীদের সাথে কথা বলে এবং হাসপাতালের সেবা সন্তোষজনক মর্মে পায়। হাসপাতালে ওষুধ না থাকা, এক্সরে মেশিন নষ্ট, প্যাথলজি না করে বাইরের ডায়াগনষ্টিক সেন্টারে পাঠানো ইত্যাদি অভিযোগের বিষয়ে সরেজমিনে পর্যবেক্ষণকালে সত্যতা পাওয়া যায়নি।