মারুফ হোসেন কমল:
ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে সারা বছর যানজট লেগে থাকে। প্রতিদিন ব্রহ্মপুত্রের ওপর সরু বাংলাদেশ-চীন মৈত্রী বা পাটগুদাম সেতু পেরিয়ে আশপাশের জেলা শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ চলাচল করে শত শত যানবাহন। ঈদের আগে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েক গুণ। ঈদে ময়মনসিংহ নগরীর ওপর দিয়ে কয়েকটি জেলার গাড়ি যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক, ঢাকা-ময়মনসিংহ সড়কেও ঈদযাত্রায় যানজটের ভোগান্তি পোহাতে হয়। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বছর যানজটহীন ঈদযাত্রা উপহার নানা পদক্ষেপ নিয়েছে ময়মনসিংহের পুলিশ প্রশাসন। এতে সড়কগুলোতে নিয়ম মেনে চলছে যানবাহন। এদিকে, আসন্ন ঈদ-উল-আযহা ঈদ কে সামনে রেখে জন-গনের সুবিধার জন্য ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ, শম্ভুগঞ্জ মোড়,দিঘারকন্দা বাইপাস যানজট নিরশনে বিভিন্ন পরিদর্শন করেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা। ঈদুল আযহাকে সামনে রেখে সময়োপযোগী কতিপয় নির্দেশনা দেন তিনি। নির্দেশনাগুলো হচ্ছে-যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করে স্বাভাবিক যাত্রায় বিঘ্ন ঘটানো যাবে না। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ-কামাল আকন্দ, টি আই প্রশাসন সৈয়দ মাহবুবুর রহমান, ময়মনসিংহ জেলা মটরজান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল