তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ২৪জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ঈদুল আজহাকে সামনে রেখে ঈদ মার্কেটে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষজন যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌছুতে পারে এবং ব্যবসায়ীরাও যাতে নিশ্চিতে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে সেই লক্ষ্যে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত ডিউটির পাশাপাশি বাড়তি দায়িত্ব পালন সহ টহল জোরদার করেছে। একইসাথে চোর, ছিনতাইকারী, ডাকাত ও মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ২৪ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই আনিছুর রহমানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে রঘুরামপুর দেশবন্ধু হ্যাচারীর সামনে থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী আবু রায়হান সাগর, মোঃ মফিজুল ইসলামকে দেশীয় অস্ত্র সহ, এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় টার্মিনালের সামনে থেকে দসুত্যার চেষ্টা মামলায় আসামী মোঃ রাব্বীকে দেশীয় অস্ত্র সহ, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম বাঘমারা এলাকা থেকে চুরি মামলার আসামী শামীম, এসআই ত্রিদীপ কুমার বীর, এএসআই মিজানু রহমান, হযরত আলী, ওমর ফারুক, রফিকুল ইসলাম অন্যান্য মামলার আসামী মোঃ শহিদুল ইসলাম, মারকিবুল হোসেন বাবু,
আমান উল্লাহ ওরফে আহাদ, আল আমিন, রিপন চন্দ্র বর্মন, মোঃ হোসেন, নাদিম হোসেন, সুমন, কিরন, লিটন, মোফাজ্জল, মোঃ ফরহাদ, হাসেন আলী, বাবুল মিয়া,
আবুল কাশেম, মোঃ হোসাইন, লাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও এসআই মনিরুজ্জামান ও কামরুল হাসান এবং এএসআই আবুল হাসান পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ আরো তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলো, সাজাপ্রাপ্ত হলো চরকালিবাড়ির রুবেল মিয়া এবং পরোয়ানাভুক্তরা হলো, রাঘবপুরের আল মামুন রনি ও চৌরঙ্গীর মোড়ের মোঃ পাবেল। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।