স্টাফ রিপোর্টারঃ জনপ্রিয় অনলাইন পোর্টাল পূর্বতন ঠিকানা পরিবর্তন করে নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে অারও বড় পরিসরে সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা সর্বশেষ নিউজ অাপডেট করতে। বর্তমান অফিসের ঠিকানা ৬/এ, গঙ্গাদাস গুহ রোড (তয় তলা) টাউন হলের উওর গেইটের বিপরীতে, হোটেল মোস্তাফিজ ইন্টারন্যাশনাল সংলগ্ন, ময়মনসিংহ ।
পূর্বতন ঠিকানাঃ পুরোহিত পাড়া স্কলার নার্সিং টেনিং সেন্টারের নিচ তলা।এখন থেকে সম্পাদকীয়, বিজ্ঞাপন,নিউজ সংক্রান্ত সমস্ত কার্যক্রম বর্তমান ঠিকানা থেকেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন ‘তথ্য প্রতিদিনের প্রকাশক সম্পাদক মারুফ হোসেন কমল।তথ্য প্রতিদিনের প্রধান উপদেষ্টা হিসেবে থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম ফারুক।
পত্রিকাটি নব কলেবরে নিরপেক্ষতা বজায় রেখে সর্বশেষ সংবাদটি পাঠকদের কাছে পৌঁছে দেবে পাঠকদের এই প্রত্যাশা পূরণে পূর্বের ন্যায় অান্তরিক থাকবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করছেন।