১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান || ৩ দপ্তরে পত্র পেরণ
৫, জুলাই, ২০২৩, ৯:৪৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৪টি অভিযোগের বিষয়ে (০১টি অভিযান ও ০৩টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ঠিকাদারের বিরুদ্ধে সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, পটুয়াখালী হতে ৫ জুলাই ২০২৩ খ্রি. একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম একজন নিরপেক্ষ প্রকৌশলীসহ এলজিইডি উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের প্রতিনিধি নিয়ে পটুয়াখালীর দশমিনা উপজেলার মোল্লাহাটে অভিযোগ সংশ্লিষ্ট সড়ক পরিদর্শন করে। পরিদর্শনে দেখা যায় রাস্তাটি মূলত আরসিসি গার্ডার সেতুর এপ্রোচ সড়ক। নির্মাণ নিয়ে আপত্তি আসায় বর্তমানে নিম্নমানের খোয়া সরিয়ে নেয়া হয়েছে। অভিযানকালে টিম উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। প্রকল্প সংশ্লিষ্ট কাজটি এখনও চলমান থাকায় এনফোর্সমেন্ট টিম কর্তৃক নির্মাণাধীন কাজ সঠিকভাবে বুঝে নিয়ে ঠিকাদারকে বিল পরিশোধ করার পরামর্শ দেওয়া হয়।