১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২২-২০২৩ এর ক-গ্রুপের খেলার উদ্বোধন: ময়মনসিংহ রেঞ্জের জয়লাভ।।
৫, জুলাই, ২০২৩, ১০:০৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – শৃঙ্খলা, ভাতৃত্ব ও সৌহার্দ্যের মূলমন্ত্রকে ধারণ করে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে আজ ৫ জুলাই ২০২৩ তারিখ বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্যায়ের ক-গ্রুপের খেলার মাধ্যমে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) জনাব আবিদা সুলতানা বিপিএম, পিপিএম । তিনি উদ্বোধনী খেলার দুইটি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ একাদশ ও ময়মনসিংহ রেঞ্জ একাদশ-এর সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

ক-গ্রুপের প্রথম খেলায় অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি হন ডিএমপি ও ময়মনসিংহ রেঞ্জ দল। খেলা শেষে ময়মনসিংহ রেঞ্জ দল ৩-২ গোলের ব্যবধানে ডিএমপি মতো শক্তিশালী দলকে পরাজিত করতে সমর্থ হয় যা উপস্থিত দর্শকবৃন্দকে আনন্দের জোয়ারে ভাসিয়ে দেয়। আমরা ময়মনসিংহ রেঞ্জ দলকে অভিনিন্দন জানাই।

আমাদের বিশ্বাস, গ্রুপ পর্যায়ের বাকি ম্যাচগুলোতে এবং টুর্নামেন্টের শেষ অবধি ময়মনসিংহ রেঞ্জ দল তাদের মনোবল ও ক্রীড়ানৈপুণ অক্ষুন্ন রাখতে সক্ষম হবে।