তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই উত্তম কুমার দাস অভিযান চালিয়ে কেওয়াটখালী রেলক্রসিং মোড় এলাকায় থেকে ডাকাতির চেস্টা মামলায় আসামী মিঠুন, লিংকন, মোঃ সাগর ও মোঃ রফিকুল ইসলামকে দেশীয় অস্ত্র সহ, এসআই আবুল কাশেম, উইনারপাড় থেকে প্রতারনা মামলার আসামী মোঃ মাহফুজুর রহমান, এসআই মনিতোষ মজুমদার সংগীয় অফিসার ও ফোর্স সহ অন্যান্য মামলায় আরো পাচ আসামীকে গ্রেফতার করে। তারা হলো, রাহাত, জাহাঙ্গীর, জিহাদ, মোঃ সাগর ও হারুনুর রশিদ।
এছাড়া এসআই দিদার আলম, মনিরুজ্জামান, ত্রিদীপ কুমার বীর, এএসআই আল আমিন পৃথক অভিযান পরিচালনা পরোয়ানাভুক্ত আরো চারজনকে গ্রেফতার করে। তারা হলো, সোহেল, রাসেল মিয়া, মোঃ সাইফুল ও মোছাঃ আম্বিয়া খাতুন। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।