৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অর্থনীতি বিমানে পেঁয়াজের প্রথম চালান আসছে আজ
১৯, নভেম্বর, ২০১৯, ১:০৮ অপরাহ্ণ -

তথ্যপ্রতিদিন. কমঃ

মিসর থেকে কার্গো বিমানে করে পেঁয়াজের প্রথম চালান দেশে আসছে আজ মঙ্গলবার। দেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা সামাল দিতে বিমানে আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় এস আলম গ্রুপের আমদানি করা পেঁয়াজের প্রথম চালান মঙ্গলবার(১৯ নভেম্বর)কার্গো ঢাকায় পৌঁছাবে।

আমদানির সময় কমাতে বিমানে মিসর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আনা হচ্ছে। সমুদ্রপথে বিদেশ থেকে পেঁয়াজ আমদানিতে বেশিরভাগ ক্ষেত্রে দেড় মাসের মতো সময় লেগে যায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তুরস্ক থেকে, এস আলম গ্রুপ মিসর থেকে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে পেঁয়াজ আমদানি করছে।

গত ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে ভারত। বিকল্প হিসেবে বাংলাদেশ মায়ানমার থেকে এলসি এবং বর্ডার ট্রেডের মাধ্যমে প্রয়োজনীয় পেঁয়াজ আমদানি করা হয়। এছাড়া মিসর ও তুরস্ক থেকেও এলসির মাধ্যমে পেঁয়াজ আমদানি শুরু করা হয়।

এদিকে, টানা কয়েকদিন ঝড়ের গতিতে বাড়ার পর পেঁয়াজের বাজার কিছুটা নিম্নমুখী।দুদিনের ব্যবধানে পাইকারি বাজারে দাম কমেছে ৭০-৮০ টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। চট্টগ্রামের খাতুনগঞ্জে একদিনে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ১০০ টাকা। দেশের প্রধান পাইকারি বাজারটিতে ১১০ থেকে ১৩০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে । বিভিন্ন জেলায়ও কমতে শুরু করেছে দাম।অবশ্য খুচরা বাজারে দাম কমার গতি কম।

পেঁয়াজ ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে নতুন দেশি পেঁয়াজ উঠতে শুরু করেছে। সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করছে সরকার। পাশাপাশি পেঁয়াজের কারসাজিকারীদের ধরতে বিভিন্ন সংস্থা নিয়মিত অভিযান চালাচ্ছে । ফলে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দাম কমার এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে যাবে বলেও মনে করেন তারা।