মারুফ হোসেন কমল :
সারাদেশে জীবন বদলে গেছে ভূমিহীন পরিবারের সদস্যদের। সারা জীবনের চেষ্টায় যারা মাথা গোজার মতো এক টুকরো ভূমি সংগ্রহ করতে পারেনি। আজ তারা সম্পদশালী হতে স্বপ্ন দেখছে। আর এ স্বপ্ন দেখাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন বাংলাদেশে একজন মানুষও ভূমিহীন থাকবেনা।সেই লক্ষ্যেই ‘বঙ্গবন্ধুর দর্শন ভূমিহীনদের উন্নয়ন” এই স্লোগানে ময়মনসিংহে কাজ করে যাচ্ছে গলগন্ডা ঢোলাদিয়া জেলখানার চর ভূমিহীন সমবায় সমিতি লিমিটেড যার নিবন্ধন নং- ১৪৯। জানা গেছে, ভূমিহীন সমবায় সমিতি ২০১৮ সাল থেকে ভূমিহীনদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।তবে এ বছর সমিতির বর্তমান ২৫৬ জন সদস্য ও নতুন সদস্যদের নিয়ে নতুনভাবে কাজ শুরু করেছেন বলে জানান সমিতির সভাপতি মোঃ স্বপন মিয়া। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেল খানার চর মৌজায় বিনপাড়া গ্রামে ১৫.৫৫ একর খাস জমি রয়েছে যা অসহায় প্রতিবন্ধী, ভেন চালক, রিক্সা চালকসহ গলগন্ডা ঢোলাদিয়া জেলখানার চর ভূমিহীনদের পূর্নবাসনের জন্য নগরীর উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন দেওয়া হয়েছে।অনুমোদন পেলেই আমরা সমিতির পক্ষ থেকে ভূমিহীনদের পূর্নবাসনের কাজ শুরু করবো। ভূমিহীনদের ঘরসহ জমিতে চাষাবাদ করার জন্য ও সদস্যের ব্যবসার জন্য লোন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও সমিতির সকল সদস্যদের সম্মতিক্রমে গলগন্ডা ঢোলাদিয়া জেলখানার চর ভূমিহীন সমবায় সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জীবন মিয়াক মনোনীত করা হয়।