চীফ রিপোর্টার:
- রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম শামীম।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা ডিএমপি নিউজকে জানান, মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় ব্যক্তি গুলশান লেক পাড় এলাকায় মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে বেলা ০৬:৩০ টায় ১৪০০০ পিস ইয়াবাসহ শামীম নামের একজনকে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ কমিশনার আরো জানান, গ্রেফতারকৃত শামীম কক্সবাজারের সামীন্ত এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের গুলশান, বাড্ডাসহ আশপাশ এলাকায় বিক্রি করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল