১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, রাজনীতি, সারা বাংলা আমাদের এক দফা, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে – ওবায়দুল কাদের।।
১২, জুলাই, ২০২৩, ১০:০৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন- শেখ হাসিনা সরকারের আমলেই নির্বাচন হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ১ দফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আমাদেরও দফা ১টা, শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন নয়। নির্বাচন শেখ হাসিনা সরকারের আমলেই হবে। শেখ হাসিনা নেতৃত্ব দেবেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ যাকে ভালোবাসে, বাংলাদেশের জনগণ যে নেত্রীর সততাকে পছন্দ করে যে নেত্রীর উন্নয়নকে পছন্দ করে তিনি সারা রাত জেগে মানুষের কথা ভাবেন। রাত ২টায় ফোন করেও যাকে পাওয়া যায়। আমাদের এমন নেতা আমরা হারাতে পারি না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তায় তারা ভেসে যাবে। তারা সে জন্য শেখ হাসিনাকে হিংসা করে, ঘৃণা করে।