১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে বাকৃবি শেষ মোড় জামতলা সংলগ্ন জমজমাট মাদক ব্যবসা।।
১৫, জুলাই, ২০২৩, ২:৩০ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার – ময়মনসিংহ নগরীর বয়ড়া জামতলা মোড় মামুন এর কাঠগোলা সংলগ্ন দেদারসে চলছে ইয়ারা ও গাঁজা জমজমাট মাদক ব্যবসা।

এলাকাবাসী ভয়ে মুখ খুলতে পারছে না ।
জানা যায় বয়ড়া
জামতলা মোড় মামুন এর কাঠগোলার সাথে বাবুল, তার ছেলে মনির, সোহান – পিতা আব্দুল জালাল ।
শেষমোড় নদীর পাড়, আব্দুল রশিদ পিতা মৃত আব্দুল জলিল, প্রক্যাশে ইয়াবা ও গাঁজার ব্যবসা করছে। সন্ধ্যার পর বেশি চলে মাদক ব্যবসা।
বাবুল বিভিন্ন সময় পুলিশ ও ডিবি পুলিশের হাতে মাদক সহ একাধিক বার গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা ।
মাদক ব্যবসার কারনে এলাকাবাসী আতঙ্কিত।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এলাকাবাসী জানায়
পুলিশ, ডিবি পুলিশের বেশ কয়েকজন সদস্য মাঝে মধ্যে
মাদক ব্যবসায়ী বাবুল এর সাথে সাক্ষাৎ করে।
মাদক ব্যবসা বন্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না।

পাইকারী মাদক ব্যবসায়ী বাবুল এর কাছ থেকে মাদক নিয়ে

জামতলার মোড় এর মিতাইন পিতা মৃত মিরাশ উদ্দিন ইয়াবা ও গাঁজা নিয়ে বিক্রি করে।
বাবুল এর দ্বিতীয় স্ত্রী শম্বুগঞ্জ এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করছে।