১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা রাজধানীতে ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৫৯
১৯, জুলাই, ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৫৭১ পিস ইয়াবা, ৭ কেজি ৫৭০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা ও ২১১ গ্রাম ১০৬০ পুরিয়া হেরোইন, দেশি মদ ২ বোতল ১০ লিটার ও ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে।

 

 

সুত্র, DMP news