১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ৫০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উওরা বিভাগ।।
২০, জুলাই, ২০২৩, ১:৩৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

– রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতদের নাম মোঃ আল আমিন ও মোঃ জাহিদ ইকবাল সোহাগ।

গতকাল বুধবার বিকাল ৫:৪০ টায় রমনা মডেল থানার ইস্কাটন গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকজন ব্যক্তি রমনা মডেল থানার ইস্কাটন গার্ডেন এলাকায় মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আল আমিন ও জাহিদকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ কমিশনার আরো জানান, গ্রেফতারকৃতরা চট্টগ্রাম ও কক্সবাজার থেকে এসব ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।