আসাদুজ্জামান রিপন (বেনাপোল- যশোর):
যশোরের শার্শায় ইব্রাহিম (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১২ টার সময় উপজেলার সামটা গ্রামের আনিছদ্দীনের আমবাগান থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম শার্শার বড়বাড়িয়া পানবুড়ি গ্রামের আমজেদ হোসেনের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সেকেন্ড অফিসার এস আই আব্দুর রহিম হাওলাদার তথ্য প্রতিদিনকে জানান, সকালে ইব্রাহিমের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। এরপর প্রাথমিক জিজ্ঞেসাবাদ করে জানতে পারি। গতকাল দুপুরে ইব্রাহিমের কয়েকজন বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। তারপর থেকে তার আর কোন খোঁজ খবর পাওয়া যায়নি।
সকালে তার মরদেহ আমরা উদ্ধার করে নিয়ে আসি। তবে কি কারনে বা কি ভাবে সে নিহত হয়েছে তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন বা কোন আলামত পাওয়া যায়নি।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।