শামীম খান গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় অফিসার্স ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের সকল কার্যক্রম গণমাধ্যমকর্মীদের মাঝে তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এ এস এম সানোয়ার রাসেল, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সহসভাপতি আলী হায়দার রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, জি নিউজের সিইও ফারুক আহম্মেদ, আজকের পত্রিকার প্রতিনিধি আরিফ আহমেদ, কালবেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম, ঢাকা প্রতিদিনের প্রতিনিধি ওবায়দুর রহমান প্রমুখ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল