বর্নার্ড সরকার ধোবাউড়া উপজেলা প্রতিনিধি (বার্নার্ড সরকার):
ধোবাউড়া উপজেলা ময়মনসিংহের সীমান্ত এলাকা একটি নাম ধোবাউড়া বাজার লবণের গোপন তথ্য প্রকাশ ধোবাউড়া উপজেলা পোড়াকান্দুলিয়া ৪-নং ইউনিয়নের বতিয়ালা এলাকা হইতে আসার পথে (প্রোঃ হাজী মোঃ নুরুল ইসলাম পালোয়ান)
সাহেবের দোকানের সামনে অনেক মানুষের ভীড় দেখে ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান,মুঃ জাকির হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গাড়ি থেকে নেমে প্রোঃ হাজী মোঃ নুরুল ইসলাম পালোয়ান সাহেবের কর্মচারীদের বিভিন্ন প্রশ্নঃ এবং জিজ্ঞাসাবাদ করেন নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, লবণের মূল্য বৃদ্ধির কোনো কারণ খুজে পাওয়া যায় নাই? তবে এলাকার জনগণের সামনে বলেছেন,উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জান জনস্বার্থে অনেক কিছু বলেছেন।তিনি বলেন, আপনাদের যেকোনো সমস্যার বিষয়ে আমাকে জানাবেন আমি আপনাদের জন্য সেবার হাতটুকু বাড়িয়ে দেব, জনগণের ও দেশের স্বার্থে আমি আছি এবং থাকবো আপনাদের। বর্তমান ধোবাউড়ায় পেয়াজ,লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকটে বিভিন্ন সমস্যা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে পিঁয়াজের মূল্য বর্তমান বাজারে রয়েছে-২০০-থেকে ১৮০/ টাকা, আবার একটি অভিযান শেষ হতে না-হতেই শুরু হয়েগেল লবণ, জটিল থেকে জটিলতর অবস্থায় আবর্তিত। সমস্যা সমাধানে সমাজকর্মের প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে পড়েছে। ক্ষমতা বিকাশের মাধ্যমেই ব্যবসাহীদের বড় সিন্ডিকেট গড়ে উঠেছে বর্তমান বাজারে।তাই সিন্ডেকট চক্র নির্মুল করে ভোক্তাদের স্বস্তি প্রদান জরুরী হয়ে পড়ছে।