৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা শার্শা-বেনাপোলে গুজব রটিয়ে লবনের দাম বৃদ্ধিঃ ৬ অসাধু ব্যবসায়ী আটক
১৯, নভেম্বর, ২০১৯, ১০:২৩ অপরাহ্ণ -

আসাদুজ্জামান রিপন (বেনাপোল -যশোর) :

সারাদেশে পেঁয়াজের দামের রেশ কাটতে না কাটতেই, এবার গুজব রটিয়ে লবণের দাম বৃদ্ধি করেছে শার্শা-বেনাপোলের কিছু অসাধু ব্যবসায়ী। ইচ্ছামত দাম বাড়িয়ে দেদারসে বিক্রি করছে ভুক্তভোগী সাধারণ জনগণের কাছে। তবুও তাতে বেশির ভাগ দোকানেই মিলছে না লবন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরের পর থেকে শার্শা-বেনাপোলের বিভিন্ন হাট বাজারে উচ্চ দামে লবণ বিক্রি করেছে কিছু অসাধু ব্যবসায়ী, যা একটানা সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলে কেনাবেচা।

এদিকে, শহরের বিভিন্ন ভোগ্যপণ্যের দোকান ঘুরে দেখা যায়, অনেক দোকানীরা লবণ বিক্রি কমিয়ে দিয়েছে। নাভারণ, বাগআঁচড়া, শার্শা, বেনাপোলসহ অধিকাংশ দোকানে লবণ বিক্রি বন্ধ করে দিয়েছে দোকানদাররা, কারণ জানতে চাইলে তারা বলছে লবণ নেই, আবার কেউ কেউ বলছে লবণের দাম বৃদ্ধি পাচ্ছে তাই বিক্রি হবে না।
এতে করে তৈরি করা হচ্ছে কৃত্রিম লবণ সংকট। খুচরা ব্যবসায়ীরা বলছেন, লবনের ডিলাররা লবন নেই বলে বিক্রি বন্ধ করে দিয়েছে। আর পাইকাররা বলছেন অতিরিক্ত চাহিদার জন্য লবন শেষ হয়ে গেছে। তবে শহরের বেশির ভাগ লবনের ডিলার তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।

এঘটনায়, সন্ধ্যা ৭টায় শার্শা থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে নাভারণ বাজারের নুরো, শফিসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে।

অপরদিকে, বেনাপোল পোর্ট থানা পুলিশের এএসআই শাহীন ফরহাদ তথ্য প্রতিদিনকে জানান , গুজব রটিয়ে লবনের দাম বৃদ্ধি করায় ৩ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় বেশি দামে লবন বিক্রয় কালে তিন বস্তা লবন জব্দ করা হয়।

এদিকে, লবনের বাজার নিয়ন্ত্রনে রাখতে রাতে
উপজেলা প্রশাসনের ও বেনাপোল বাজার কমিটির
পক্ষ থেকে জরুরি মাইকিং করে লবনের প্যাকেটের গায়ে লেখা দামের অতিরিক্ত দিয়ে কোন সাধারণ জনগণ যেন লবন না কেনেন, সে বিষয়ে সতর্ক করেন এবং কোন ব্যবসায়ী যদি প্যাকেটের গায়ের লেখা দামের অতিরিক্ত দাম নেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

মব জাস্টিসের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা।।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।

রামগঞ্জে ৪ সাংবাদিকের মুক্তির দাবীতে ফেনী বিএমইউজে’র মানববন্ধন ও প্রতিবাদ সভা

রাজধানীজুড়ে তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখলেন প্রধান উপদেষ্টা।।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লাহ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রাঃ) সাহেবের “পবিত্র ৩০ শে আশ্বিন” (ফাতেহা শরীফ) উৎযাপন শুরু..।।