১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ধর্ম ও ইসলাম, ময়মনসিংহ, সারা বাংলা ১০ মহররম উপলক্ষে মুর্শিদপুর পাক দরবার শরীফে দোয়া, মিলাদ- মহফিল অনুষ্ঠিত হবে।।
২৭, জুলাই, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল:

অনুষ্ঠান পরিচালনা করবেন-হযরত খাজা মুহাম্মাদ
বদরুদ্দোজা হায়দার হুজুর
মুর্শিদপুর পাক দরবার শরীফ
শেরপুর কুলসুমহাটী মুর্শিদপুর পাক দরবার শরীফে ১০ই মহররম দিবসে নফল ইবাদাত বন্দেগী দোয়া- দুরুদ,

 

মিলাদ-মাহফিল পাঠের মাধ্যমে কারবালার মহান শহীদানের আরওয়াহ পাকে হিজুরে ছোয়াব
রেছানী করা হবে। উপমহাদেশের প্রখ্যাত অলি আল্লাহ বিশ্ব মানবতার কল্যাণ ও মুক্তিকামী বিপ্লবী চেতনার লক্ষ কোটি আলৌকিক কারামত সম্পন্ন জিন্দাপীর, ধর্ম-দর্শন ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলি আল্লাহ জামালপুর শেরপুর মুর্শিদপুর দরকার শরীফের প্রতিষ্ঠাতা হযরত খাজা মুহাম্মাদ বদরুদ্দোজা হায়দার নকশাবন্দী মুজাদ্দেদী এনায়েপুরী শম্ভুগঞ্জী হুজুর পাকের দরবার শরীফে আগামী ১০ই মহরম শেরপুর কুসুমহাটী
মুর্শিদপুর দরবার শরীফে মহররম দিবসে নফল এবাদত বন্দেগী দোয়া দরুদ পাঠের মাধ্যমে কারবালার মহান শহীদানের আরওয়াহ পাকে হুজুরে ছোয়াব রেছানী করা হবে।উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিভাগ, জেলা থেকে সকল জাকেরগণ আসবেন।১০ ই মহররম রোজ শনিবার আখেরী মোনাজাত শেষ পরিচালনা করবেন হযরত খাজা মুহাম্মাদ বদরুদ্দোজা হায়দার নকশাবন্দী হুজুর। উক্ত অনুষ্ঠানেসারা দেশের হাজার হাজার মুসলমান ভক্ত জাকেরানযোগদান করবেন।।

তথ্য প্রতিদিন. কম