১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা বিদেশ যাত্রীদের নেশাদ্রব্য খাইয়ে পাসপোর্ট ও অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিত আমির হোসেন
২৭, জুলাই, ২০২৩, ৮:৪৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: : রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মোঃ আমির হোসেন। তার বাড়ি বরিশালের গৌরনদী থানার মাহিলাড়া গ্রামে। গতকাল শনিবার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আমির হোসেন পেশাদার অজ্ঞান ও মলম পার্টির সক্রিয় সদস্য। সে বিমানবন্দরে আগত যাত্রীদেরকে টার্গেট করে বিস্কুট ও অন্যান্য খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দিয়ে তাদেরকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার, পাসপোর্ট ও টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিত।

গ্রেফতারকৃত আমির হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে।

 

 

সুত্র, DMP news