চীফ রিপোর্টার: : রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ আমির হোসেন। তার বাড়ি বরিশালের গৌরনদী থানার মাহিলাড়া গ্রামে। গতকাল শনিবার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আমির হোসেন পেশাদার অজ্ঞান ও মলম পার্টির সক্রিয় সদস্য। সে বিমানবন্দরে আগত যাত্রীদেরকে টার্গেট করে বিস্কুট ও অন্যান্য খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দিয়ে তাদেরকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার, পাসপোর্ট ও টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিত।
গ্রেফতারকৃত আমির হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে।
সুত্র, DMP news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল