জয়নাল আবেদীন :
ময়মনসিংহ সিটি কর্পোরেশন চরপাড়া টাইমস স্কয়ার মোড় থেকে দিগারকান্দা বাইপাস পযন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তার মাঝখানের আইলেন্ডে ১১০টি খুটিতে ২২০ টি এলইডি স্টিট লাইটের শুভ উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু ।
এতে ব্যায় হয় ১ কোটি ২ লাখ টাকা । এ সময় স্হানীয় সুধীজন সহ কাউন্সিলর আমিনুল ইসলাম বিপ্লব, শফিকুল ইসলাম শফিক, ফজলুল হক উজ্জল, শামছুল হক লিটন, মো: মোস্তফা কামাল, মো: সাব্বির ইউনুস, সিরাজুল ইসলাম, মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম, শামীমা রহিম, তত্তাবদায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম,নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শহর নর্কসা পরিকল্পনাবিদ মানস বন্দোপাধ্যায়, বিদৃৎ প্রকৌশলী বিভাগের জিল্লুর রহমান ।
শেখ হাসিনার সরকারের উদ্দ্যেগ ঘরে ঘরে বিদুৎ।