১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা টঙ্গীতে র‍্যাব- ১ এর অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২।।
৩০, জুলাই, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

 

– গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

শনিবার দুপুর দেড়টায় গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন বউবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর মহানগরীর মৃত শেখ বাবুলের ছেলে মো. ইয়ামিন (৩৩) ও একই এলাকার জলিল সরদারের ছেলে মো. আব্দুস সালাম (৩৪)।

এসময় আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা গণমাধ্যম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন বউবাজার এলাকায় ফারুক মিয়ার নাভিদ ভিলা নামক একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন উদ্ধার করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা অস্ত্রধারী সন্ত্রাসী। তারা উভয়েই টঙ্গীসহ আশপাশ এলাকায় বিভিন্ন অস্ত্রধারীর কাছে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।