১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা বিভিন্ন দপ্তরে দুদক এনফোর্সমেন্ট টিমের অভিযান
৩০, জুলাই, ২০২৩, ৮:৪৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৫টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৩টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, টাঙ্গাইল এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিদেশগামী কর্মীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, টাঙ্গাইল হতে ৩০ জুলাই ২০২৩ খ্রি. একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, সৌদি আরব , সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে শ্রমিক ভিসায় আগ্রহী ব্যক্তিদের নীতিমালা অনুসারে সংশ্লিষ্ট দেশের দূতাবাস কর্তৃক ইস্যুকৃত ভিসার সত্যায়ন কপি প্রাপ্তি সাপেক্ষে স্ব স্ব জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ফিঙ্গার প্রিন্ট গ্রহণের বিধান রয়েছে। পরিদর্শনকালে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, অফিসের কর্মচারীদের যোগসাজশে বহিরাগত দালালরা কোন সিরিয়ালের তোয়াক্কা না করে টাকার বিনিময়ে ফিঙ্গারপ্রিন্ট করিয়ে দেয়। এ বিষয়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে দুদক টিমকে আশ্বস্ত করেন।

উপসহকারী সেটেলমেন্ট অফিসার, কোম্পানীগঞ্জ, নোয়াখালী এর বিরুদ্ধে ডিজিটাল ভূমি জরিপে জমির মালিকদের নিকট ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুদক জেলা কার্যালয়, নোয়াখালী হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অভিযোগে বর্ণিত ঘুসদাতা বিদেশে অবস্থান করায় তার বক্তব্য নেওয়া যায়নি। অভিযোগ সংশ্লিষ্ট উপসহকারী সেটেলম্যান্ট অফিসার, কোম্পানীগঞ্জ বদলিজনিত কারণে বরিশালের ভোলার লালমোহন উপজেলাতে বদলি হওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভিযান পরিচালনাকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উক্ত অভিযোগে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে। এছাড়াও, অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং রেকর্ডপত্র বিশ্লেষণে দেখা যায়, অভিযোগ সংশ্লিষ্ট জমির মালিকানা সম্পর্কে একটি মামলা চলমান রয়েছে।