১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, লীড নিউজ, সারা বাংলা রংপুরের মহাসমাবেশে প্রধানমন্ত্রী।।
২, আগস্ট, ২০২৩, ৮:৩৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

আওয়ামী লীগ সব সময় দেশ গঠনে ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে।

প্রথম বাংলা – রংপুর অঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বুধবার রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে এ ঘোষণা দেন তিনি।

প্রতিবছর বন্যা এবং খরায় আক্রান্ত হন তিস্তা নদীপাড়ের মানুষ। দুই পাড়ের লাখ লাখ মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করতে পারে একমাত্র মহাপরিকল্পনা বাস্তবায়ন। এ পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তিস্তাপাড়ের মানুষের পানির জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ধ্বংস করে আর ক্ষমতায় না থাকলে অগ্নি সন্ত্রাস শুরু করে। আর আওয়ামী লীগ সব সময় দেশ গঠনে ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে।’

শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের নির্বাচন পূর্ববর্তী সময়ে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে যাত্রীবাহী গাড়ীতে আগুন দিয়ে বহু মানুষ হত্যা করেছে। রংপুরের মিঠাপুকুরেও চলন্ত বাসে অগ্নি সংযোগ করে মানুষ পুড়িয়ে মেরেছে।
ছবি, ইন্টারনেট