তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখা সহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে পুলিশ পরিদর্শক রাসুল সামদানী আজাদের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ধোবাউড়া ও ভালুকা থানা এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী মোঃ আলী আজগর, মোঃ আবুল কাশেম খানকে গ্রেফতার করে। এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজের সিএনজি ষ্ট্যান্ডের সামনে থেকে ডাকাতির চেস্টা মামলায় আসামী মোঃ বরকত আলী, বাবু, মোঃ ছালাম বেপারীকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে। এএসআই সুজন চন্দ্র সাহা, মিজানুর রহমান, সোহরাব হোসেন সংগীয় অফিসার-ফোর্সের সহায়তায় রফিকুল ইসলাম, শ্যামল ভৌমিক, মোঃ তানভীর, মোঃ সামির আহমেদ, মোঃ রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করে।
এছাড়া এসআই অসীম কুমার দাস, এএসআই শামীমুল হাসান ও ফরহাদ পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুইজন ও পরোয়ানাভুক্তসহ তিনজনকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্তরা হলো,
ব্রাহ্মপল্লীর মোজাম্মেল হক মাসুদ ও মুহাম্মদ আনোয়ারুল আমিন এবং পরোয়ানাভুক্ত হলো, পাটগুদামের মোঃ রাজন মিয়া। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল