সেলিম মিয়াঃ
RAB-3 এর অভিযানে রাজধানীর উত্তরা-(পশ্চিম) থানা এলাকা হতে সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিজবুত তাহরীর এর সক্রিয় ৫ সদস্য গ্রেফতার।
গত ১৬/১১/২০১৯ তারিখে ২১০০ ঘটিকায় র্যাব-৩ এর একটি আভিযানিক দল বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘‘হিযবুত তাহরীর” পাঁচজন সক্রিয় সদস্য ১। কাজী ইবাদুর রহমান @ তানভীর (৩৬), ময়মনসিংহ, ২। মোঃ নাসিদ কামাল সজিব (২৭), কুমিল্লা, ৩। মোঃ জামিউর রহমান খান @ আকাশ (২২), গাজীপুর, ৪। ইয়ামিন হোসাইন (১৮), ঢাকা এবং ৫। জসিম উদ্দিন @ সাঈদ (২৯), কক্সবাজার কে গ্রেফতার করে ।
এসময় তাদের কাছ থেকে সাংগঠনিক সংবিধান ও লিফলেট উদ্ধার করা হয় ।
তথ্য, র্যাব (৩) ফেসবুক পেইজ