১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, রাজনীতি ময়মনসিংহে জাতীয়পার্টির মতবিনিময় সভায় ব্যাংকক থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বেগম রওশন এরশাদ ।..
৮, আগস্ট, ২০২৩, ১:৫৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

ময়মনসিংহ সদর উপজেলা জাতীয়পার্টির আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভায় ব‍্যাংকক থেকে ভার্চুয়ালি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এমপি । গতকাল
সোমবার বিকেলে নগরীর ইতিকথা কমিউনিটি সেন্টারে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবজাল হোসেন

 

হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডা. কে. আর ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সদস‍্য সচিব আব্দুল আওয়াল সেলিম।
এ সময় তিনি বলেন, আমাদের মমতাময়ী মা বেগম রওশন এরশাদ এমপি হবার পর থেকেই এই ময়মনসিংহবাসীর জন‍্য অনেক উন্নয়নমুলক কাজ করে তা বাস্তবায়ন করেছেন। সেই ধারাবাহিকতায় ময়মনসিংহের উন্নয়নের দ্বারা অব‍্যাহত রাখতে সকল নেতা-কর্মীদেরকে কাঁধে কাঁধ মিলে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আমাদের প্রানের সংগঠন জাতীয়পার্টিকে পুনরায় বিজয়ী করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক নুর মোহাম্মদ নুর, আব্বাস আলী তালুকদার, এড. আব্দুল কাইয়ুম, মোঃ শাহজাহান, সাব্বির হোসেন বিল্লাল, মোঃ দুলাল, সদস‍্য আব্দুল লতিফ সরকার, যুব সংহতি ময়মনসিংহ জেলা শাখার সদস‍্য সচিব মোঃ জালাল, জাতীয় ছাত্র সমাজ সদর উপজেলার আহবায়ক মোঃ শাখাওয়াত হোসেন তুষার, সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ন- সাধারণ সম্পাদক এ.বি.এম ছিদ্দিক, খাগডহর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, দাপুনিয়া ইউনিয়ন জাতীয়পার্টির আহবায়ক সুরুজ আলী, দাপুনিয়া ইউনিয়ন জাতীয়পার্টির সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম (খোকা), ঘাগড়া ইউনিয়ন জাতীয়পার্টির আহবায়ক ডা. হাবিবুর রহমান, সদস‍্য সচিব মোঃ খোকন মিয়া, ভাবখালী ইউনিয়ন জাতীয়পার্টির সিনিয়র যুগ্ম-আহবায়ক মুকবুল হোসেন মকবুল, ভাবখালী ইউনিয়ন জাতীয়পার্টির নেতা ও সাবেক চেয়ারম্যান মোঃ রমজান আলী, চরনিলক্ষিয়া ইউনিয়ন জাতীয়পার্টির আহবায়ক লিটন চিশতি, চরঈশ্বরদিয়া ইউনিয়ন জাতীয়পার্টির সদস‍্য মোঃ রিপন, চরঈশ্বরদিয়া জাতীয়পার্টির আহবায়ক মেজবাহ উদ্দিন, সিরতা ইউনিয়ন জাতীয়পার্টির আহবায়ক ও ইউপি সদস‍্য আজিজুল হক, সদর উপজেলা জাতীয় পার্টির সদস‍্য ও পরাণগঞ্জ ইউনিয়নের মহিলা মেম্বার রেখা রানী, পরাণগঞ্জ ইউনিয়ন জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক বাবুল আহমেদ, বোররচর ইউনিয়ন জাতীয়পার্টির আহবায়ক আমীর হোসেন আমীর, যুগ্ন-আহবায়ক তোফাজ্জল হোসেন, সদস‍্য সচিব কাউসার আহমেদ, সদর উপজেলা জাতীয় পার্টির সদস‍্য ইসমত আরা, কুষ্টিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সদস‍্য সচিব হাসান মাহমুদ, অষ্টধর ইউনিয়ন জাতীয়পার্টির আহবায়ক বিল্লাল, সদস্য সচিব স্বপনসহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা, মহানগর, সদরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী প্রমুখ।