তথ্য প্রতিদিন. কম:
- দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৫টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৩টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিভাগীয় পাসপোর্ট অফিস, খুলনার উচ্চমান সহকারী এর বিরুদ্ধে পাসপোর্ট সংশোধন করতে আসা সেবা গ্রহীতাকে ঘুস না দেওয়ায় বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগের প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, খুলনা হতে ৮ আগস্ট ২০২৩ খ্রি. একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম উক্ত পাসপোর্ট অফিসের কার্যক্রম পরিদর্শন করে ও আগত সেবা গ্রহীতাদের সাথে কথা বলে ।
পরিদর্শনকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও আনসার সদস্যদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এবং পরবর্তীতে বিভাগীয় পাসপোর্ট অফিস, খুলনার পরিচালক মহোদয়ের সাথে অভিযোগের বিষয়ে অবহিত করে। বিভাগীয় পাসপোর্ট অফিস, খুলনার পরিচালক মহোদয় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে এনফোর্সমেন্ট টিমকে জানান।
ঠিকাদারের বিরুদ্ধে সেতু নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় নির্মাণ কাজ শেষ করার পূর্বেই সেতু ধসে পড়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ফরিদপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম এলজিইডি, পাংশা উপজেলা প্রকৌশলীর কার্যালয় হতে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্রিজটি পরিদর্শন করে এবং উপজেলা প্রকৌশলী,ঠিকাদার ও স্থানীয়দের বক্তব্য শ্রবণ করে ব্রীজটি ধসে পড়ার প্রাথমিক সত্যতা পায়। পাটাতনের নিচে বাঁশ,কাঠের খুঁটি ও তক্তা ব্যবহার করায় ঢালাইয়ের সময় ব্রীজটির সেন্টারিং রডসহ ধসে পড়ে মর্মে এনফোর্সমেন্ট টিমের কাছে প্রতীয়মান হয়। এনফোর্সমেন্ট টিম ব্রিজটির কাজ যথাযথভাবে সম্পন্ন হওয়ার পর ঠিকাদারকে বিল পরিশোধে সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল