চীফ রিপোর্টার:
- রাজধানীর ১০০ ফিট রোডস্থ পাঁচখোলা এলাকা থেকে ইয়াবাসহসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মেহেদী হাসান বুলবুল। এসময় তার হেফাজত থেকে ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইউম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বুধবার রাত ১১:৪০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার ১০০ ফিট রোডস্থ পাঁচখোলা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধারকৃত ইয়াবাসহ মেহেদী হাসান বুলবুলকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল