তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নোটিশের জবাব না দিয়ে অবৈধ্যভাবে মাহামুদুল হাসান উজ্জল গং গড়ে তুলছে বহুতল ভবন।
আইনভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সাইফুল ফিলিং স্টেশন এর মালিক ও গনমাধ্যম কর্মী সাইফুল আলম মসিক মেয়র বরাবর আবেদন করেছেন।
জানাগেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড এলাকায় ১৩০/১, জেল রোডে পুলিশ লাইনের সামনে অবস্থিত সাইফুল ফিলিং স্টেশনের পেছনে সীমানা প্রাচীর ঘেঁষে সিটি করপোরেশনের কোন অনুমতি ছাড়াই অবৈধভাবে একটি প্রভাবশালী চক্র ৯ তলা ভবন নির্মাণ করছে। এ বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হয়েছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে নির্মিতব্য ৯ তলা ভবন নির্মাণকারীদেরকে গত ০৯/০৪/২০২৩ ইং তারিখে পত্র মাধ্যম নির্মাণ কাজ বন্ধ রেখে ভবন নির্মাণের অনুমোদিত নক্সা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের কাছে জমা প্রদান এর নির্দেশ দেন।
কিন্তু অবৈধভাবে ভবন নির্মাণকারীরা কোন নক্সা বা ভবন নির্মাণ সংক্রান্ত কোন কাগজপত্র মসিক কর্তৃপক্ষের কাছে জমা প্রদান করে নাই। এরই প্রেক্ষিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আবারও গত ১৬/০৫/২০২৩ ইং তারিখ আরও একটি পত্র জারী করেন।
পত্রে কাজ বন্ধ রেখে ভবন নির্মাণের অনুমোদিত নক্সা ও ভূমির মালিকানার কাগজপত্র নগর পরিকল্পনা বিভাগে জমা প্রদানের নির্দেশ প্রদান করেন।
পত্রে নির্দেশ অমান্য করলে বা ব্যতিক্রম হলে মসিক কর্তৃপক্ষ মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেছেন।
মসিক কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত কোন পত্রের জবাব ভবন নির্মাণকারীরা প্রদান করে নাই। জানাগেছে নির্মিতব্য ভবনের নক্সা এবং ভূমির মালিকানার কাগজপত্র ও ফায়ার বিগ্রেড এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের কোন কাগজপত্রও মসিক কর্তৃপক্ষের নিকট জমা দেন নাই।
মসিক কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে আইনকে অমান্য করে অবৈধভাবে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে প্রকাশ্যে আইনভঙ্গ করে সিটি করপোরেশনকে বৃদ্ধাঙ্গুলি দেখার সাহস পেল কিভাবে।তবে কি নেপথ্যে মসিকের কেউ কলকাঠি নাড়ছে।
আইন অমান্যকারীদের সম্পর্কে সাইফুল আলম সিটি কর্পোরেশনের প্রধাননির্বাহী কর্মকর্তা ও নগর পরিকল্পনাবিদকেও বিস্তারিত অবহিত করেছেন। উভয় কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখার জন্য পত্র জারীর বিষয়টি নিশ্চিত করে বিধি সম্মত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না।আশ্চর্যজনক হচ্ছে অনুমোদন ছাড়াই অবৈধ ভবন নির্মাণ কাজ বন্ধ হচ্ছে না।
অবশেষে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য মেয়র বরাবর আবারও অভিযোগ করা হচ্ছে। উল্লেখ্য যে, কোন পেট্রোল পাম্পের দেয়াল ঘেঁষে বহুতল ভবন নির্মাণ করা নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ ও মারাত্মক বিপর্যয়ের আশংকা রয়েছে। অভিযোগে অবৈধভাবে ভবন নির্মাণ কাজ বন্ধ রেখে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী ও গনমাধ্যম কর্মী সাইফুল আলমের অভিযোগের অনুলিপি চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন, সেগুন বাগিচা, ঢাকা,বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ,প্রধান নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ সিটি কর্পোরেশন,জেলা প্রশাসক, ময়মনসিংহ,পুলিশ সুপার ময়মনসিংহ,নগর পরিকল্পনাবিদ ময়মনসিংহ সিটি কর্পোরেশন এমনকি গণমাধ্যম কর্মীদের দেয়া হয়েছে।
গত ৬ আগস্ট সরেজমিনে গিয়ে দেখাগেছে ভবন নির্মাণ এর কাজ চলছে। নির্মিতব্য ভবনের মালিক গং মাহামুদুল হাসান উজ্জলের মোবাইল নাম্বারে একাদিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল