আরিফ রব্বানীঃ
সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষে একটি কুচক্রীমহল পেয়াজ নিয়ে খেলায় ব্যর্থ হয়ে এবার লবন নিয়ে খেলা শুরু করেছেন। গুজব ছড়িয়েছেন লবনের অতিরিক্ত মুল্যের। এ আশঙ্কায় সাধারণ মানুষের মাঝে লবনের মুল্য নিয়ে আতঙ্কের দেখা দেওয়ায় মঙ্গলবার ভীড় জমায় লবনের গোডাউনে। অনেকেই লবন মজুত করে রাখতেও চেষ্টা চালাচ্ছেন। লবন নিয়ে গুজব মোকাবেলায় ময়মনসিংহের বিভিন্ন স্থানে সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গন। ময়মনসিংহের চরপাড়ায় লবণের দাম বেশি রাখায় শহীদুল্লাহ নামক এক ব্যবসায়ীকে ১০০০০/- টাকা জরিমানা করেন ময়মনসিংহ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম সাজ্জাদুল ইসলাম l লবন মুল্য বৃদ্ধির গুজব নিয়ন্ত্রণে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানের নির্দেশে এসিল্যান্ড সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন। লবনের মুল্য নিয়ে গুজব মোকাবেলায় জিরোটলারেন্সে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান পরিচালনাধীন উপজেলা প্রশাসন।