শামীম খান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে শোক র্যালি বের হয়েছে।
মঙ্গলবার পৌর শহরের হারুনপার্কস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোকর্যালি বের হয়। শোক র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
শোকর্যালি শেষে পৌর শহরের বঙ্গবন্ধুর চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সংযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শোক র্যালিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রফিকুল দিপু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা অধ্যক্ষ ডা. মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন, সাবেক সহসভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল আওয়াল খান পাঠান ও হাবিব উল্লাহ, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।
শোক র্যালি শেষে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল